ভাসানচরে রহিঙ্গা নাগরিকদের মাঝে ‘‘সওয়াব” এর রমজানের খাদ্য সামগ্রী বিতরণ।
নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশে বসবাসরত বলপ্রয়োগে বাস্তুচ্যূত মায়ানমার নাগরিকদের মধ্য থেকে ভাসানচরে বসবাসকারী জনগোষ্ঠীর মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘‘সওয়াব” (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ)-এর মাধ্যমে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ ও ২২ শে এপ্রিল নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে বলপ্রয়োগে বাস্তুচ্যূত মায়ানমার নাগরিকদের মধ্যে ১২৮৯ টি পরিবারে চাল, ডাল, খেজুর, ছোলা, চিনি, তেল, লবন ও রান্নার মশলা বিতরণ করা হয়েছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান।
তিনি আরো বলেন সওয়াব ১৯৯৫ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের জন্য কাজ করে আসছে এবং ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় রমজানের খাদ্য সামগ্রী বিতরণ প্রকল্পটি ভাসানচরে রোহিঙ্গা নাগরিকদের মাঝে বাস্তবায়ন করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন দাতা সংস্থা হেল্পিং হ্যান্ড ফর রিলিফ এন্ড ডেভেলপমেন্ট এর প্রতিনিধি এ. কে. এম. মোবারক হোসাইন, রিজিওনাল কোঅর্ডিনেটর, মো: নজরুল ইসলাম, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং সওয়াবের প্রতিনিধি এস. এম. ইমদাদুল ইসলাম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, মো: আশরাফুল ইসলাম, কমিউনিকেশন অফিসারসহ আরো কর্মকর্তাবৃন্দ। এর আগে সংস্থার চেয়ারম্যান মহোদয় ভাসানচরে কর্তব্যরত সরকারী প্রতিনিধিদের সাথে প্রোগ্রাম বাস্তবায়ন সম্পর্কে মত বিনিময় ও আলোচনা সভা করেন।
পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী পেয়ে রোহিঙ্গা নাগরিকদের কয়েকজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে, তাদের খুব ভালো লাগছে রমজান মাসে এতগুলো খাদ্য সামগ্রী পেয়ে এবং তারা আরো বলেন যে, এই খাদ্য সামগ্রী দিয়ে তাদের অনেক দিন চলবে ও তারা ভালোমত রমজানের রোজা রাখতে পারবে।
এছাড়া, ভবিষ্যতে রোহিঙ্গা নাগরিকদের মাঝে অন্যান্য প্রকল্প বাস্তবায়নের মাধমে তাদেরকে সহযোগিতা প্রদানের আশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান।