ভাসমান অভিবাসীদের উদ্ধারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ
ভাসমান অভিবাসীদের উদ্ধারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার ফেইসবুক অ্যাকাউন্টে দেয়া এক ঘোষণায় বলেছেন, সমুদ্রে ভাসমান বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের বহনকারী বোটগুলো খুঁজে বের করে তাদের উদ্ধারে মালয়েশিয়া নৌবাহিনী ও সমুদ্র উপকূলরক্ষী বাহিনীকে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তিনি লিখেছেন, আমি রয়্যাল মালয়েশিয়ান নেভি ও মালয়েশিয়ান ম্যারিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিকে রোহিঙ্গা বোটগুলোর জন্য অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছি। সমুদ্রে ভাসমান অভিবাসীদের উদ্ধারে সক্রিয় ভূমিকায় নামছে মালয়েশিয়ার জাহাজগুলো, প্রধানমন্ত্রীর এ বক্তব্য সে ইঙ্গিতই সুস্পষ্টভাবে বহন করছে। প্রায় ৩ হাজার অভিবাসীকে এ পর্যন্ত আশ্রয় দিয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। গতকাল দেশ ৩টির পররাষ্ট্রমন্ত্রীরা অভিবাসী ইস্যুতে চলমান সঙ্কটাবস্থা ও অচলাবস্থা নিরসনে জরুরি সম্মেলনে অংশ নেন। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ৭,০০০ অভিবাসীকে উদ্ধারের ঘোষণা দেয়। তবে গতকাল ওই ঘোষণার সময় অভিযান শুরুর ব্যাপারে দুই দেশ কোন সময় সুনির্দিষ্ট করেনি। এদিকে এ অঞ্চলের প্রথম রাষ্ট্র হিসেবে ফিলিপাইন অভিবাসীদের আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছিল গতকাল। আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে, যুক্তরাষ্ট্রও পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।