ভাষানটেক থেকে ৭ টুকরো লাশ উদ্বার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা,১৭ অক্টোবর : রাজধানীর ভাষানটেক এলাকা থেকে এক নারীর সাত টুকরো লাস উদ্বার করেছে পুলিশ। ধামালকোট ভূমি উন্নয়ন প্রজেক্টের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এই লাস এখন ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে ভাষানটেক থানার ওসি মনোয়ারা বেগম জানান, “বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই লাশের সাতটি টুকরো উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে একটি চাপাতি ও তিন জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। স্যান্ডেলগুলো খুনিদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
মনোয়ারা বেগম আরো জানান, “আনুমানিক ২৮ থেকে ৩০ বছর বয়সি ওই নারীর লাশে ইতোমধ্যে পচন ধরেছে। আমরা ধারণা করছি খুনিরা দুই তিন দিন আগে তাকে হত্যা করেছে। ”