‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবৈধ, শিগগিরই ব্যবস্থা’

19/01/2016 11:18 amViews: 9
‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবৈধ, শিগগিরই ব্যবস্থা’
জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ।

সোমবার রাতে রংপুরে একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘যারা এই কাজটি করেছেন এবং দলের শৃঙ্খলা ভেঙেছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘আমি দলের চেয়ারম্যান। আমি সভা ডাকব। আমার অনুপস্থিতিতে সভা ডেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করাটা সম্পূর্ণ অবৈধ।’

এর কয়েক ঘণ্টা আগে সংসদের বিরোধীদলীয় নেতা ও এরশাদের স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেয়া হয়।

রওশন এরশাদের গুলশানের বাসভবনে পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি।

এর আগে রোববার রংপুরে এক সংবাদ সম্মেলনে এরশাদ নিজের ছোট ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমার অবর্তমানে জাতীয় পার্টির হাল ধরবেন জিএম কাদের।’

মূলত পার্টি চেয়ারম্যানের এ ঘোষণার প্রতিক্রিয়ায় রওশন এরশাদ তার বাসভবনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম এবং সংসদ সদস্যদের যৌথসভা আহ্বান করেন। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

Leave a Reply