ভারত সিরিজে মাহমুদুল্লাহ অনিশ্চিত

04/06/2015 6:12 pmViews: 6
ভারত সিরিজে মাহমুদুল্লাহ অনিশ্চিত

০৪ জুন, ২০১৫

জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ অনুশীলনের সময় চোটের শিকার হয়েছেন। বাঁ হাতের আঙুলে ব্যথা পাওয়ায় ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না মাহমুদউল্লাহ।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান মাহমুদউল্লাহ। তার বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে।

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, অনুশীলনে আঘাত পেয়ে মাহমুদউল্লাহর বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে। তাই সে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবে না।

আগামী ১০ জুন থেকে ফতুল্লা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডেরই ভেন্যু মিরপুর স্টেডিয়াম। বিশ্বকাপে দুটি শতক করা মাহমুদউল্লাহকে ভারতের বিপক্ষে না পাওয়া বাংলাদেশ দলের জন্য বিশাল আঘাত নিঃসন্দেহে।

Leave a Reply