ভারত থেকেও মার্কিন কূটনীতিক অপসারণের আহবান

10/01/2014 8:45 pmViews: 3
ভারত থেকেও মার্কিন কূটনীতিক অপসারণের আহবান
যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় কূটনীতিক দেবযানি গোবড়াগারেকে যুক্তরাষ্ট্র ত্যাগের পরামর্শ দেওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তিনি। এরপর ভারতও নয়াদিল্লি থেকে মার্কিন কূটনীতিককে অপসারণের আহবান জানিয়েছে।যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের এটা ইটের বদলে পাটকেল কূটনীতি।

ভিসা জালিয়াতি ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে দেবযানীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্র সরকার। তবে দায় মুক্তির কূটনৈতিক অধিকার বলে তিনি চাইলে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন এমন পরামর্শও দেয় মার্কিন প্রশাসন। এরপরই শুক্রবার দেবযানি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।

গত ১২ ডিসেম্বর গৃহপরিচারিকার ভিসার আবেদনে তথ্য জালিয়াতি এবং নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেওয়ার অভিযোগে নিউইয়র্কে দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাকে হাতকড়া পরানো হয় এবং এরপর বিবস্ত্র করে তল্লাশি করা হয়। এ ঘটনায় ভারতজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। যার জের ধরেই আমেরিকা ভারত বন্ধুত্বে ফাঁটল ধরে এবং দ্বন্দ্ব চরম পর্যায়ে উপনীত হয়।

সূত্র : বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply