ভারত আঙ্গুল দিয়ে দেখাল গণতন্ত্র কী: মোশাররফ

25/05/2019 11:15 pmViews: 6

ভারত আঙ্গুল দিয়ে দেখাল গণতন্ত্র কী: মোশাররফ

ভারত আঙ্গুল দিয়ে দেখাল গণতন্ত্র কী: মোশাররফ
ড. খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। এমতাবস্থায় বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন ও আওয়ামী লীগকে ভারতের লোকসভার নির্বাচন থেকে শিক্ষা নেয়া উচিৎ। ভারতের লোকসভার নির্বাচনে সে দেশের জনগণ নিজেরা ভোট দিতে পেরেছে, তাদের পছন্দমত দলকে ভোট দিয়েছে, তাদের পছন্দমত দলকে ক্ষমতায় এনেছে।

তিনি আরো বলেন, আমি ভারতের নির্বাচনের বিষয়ে বলতে চাই- প্রথমে বাংলাদেশ সরকার, দ্বিতীয় বাংলাদেশের নির্বাচন কমিশন এবং তৃতীয় বাংলাদেশের সকল পর্যায়ের প্রশাসকদের আজকে ভারতের থেকে শিক্ষা নেয়া উচিত। ভারতের এই নির্বাচন থেকে বাংলাদেশকে বিশেষ করে আওয়ামী লীগ ও সরকারকে শিক্ষা গ্রহণ করতে হবে।

শনিবার এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়। সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আবদুস সালাম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আনোয়ার হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

ক্ষমতাসীনদের উদ্দেশ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কথায় কথায় ভারতের কথা বলেন এই সরকারের নেতারা। ভারতের যে নির্বাচন হলো সেই নির্বাচনের প্রক্রিয়া-পদ্ধতির ব্যাপারে আপনাদের কোনো চিন্তাভাবনা নেই। আমি মনে করি, সরকার যেমনি করে ভারতের অন্যান্য বিষয়ে বলেন। তেমনি করে ভারতের এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে বাংলাদেশের এই ধরনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয় যেখানে কোনো একজন নাগরিকের, কোনো একটি বিরোধী দল নেতা সেই নির্বাচন সম্পর্কে প্রশ্ন থাকবে না। ভারতের লোকসভার নির্বাচনে সুষ্ঠু ভোটের জন্য জনগণ ও সেদেশের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান মোশাররফ।

 

তিনি বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র মুক্ত হবে না। সেজন্য দেশে গণতন্ত্র উদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা যে যেখানে আছেন, যার যেখানে শক্তি আছে সকলে ঐক্যবদ্ধ হোন। আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ করতে ‘দল ও অঙ্গসংগঠন’কে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। আমাদের দলের নেতা-কর্মীরা নেতা নির্বাচিত করলে নেতা-কর্মীদের প্রতি যে দায়িত্ববোধ থাকে, উপর থেকে চাপিয়ে দিলে সেটা থাকে না। আমরা চেষ্টা করছি।

Leave a Reply