ভারত অবৈধভাবে কাশ্মীর দখলে রেখেছে : পাকিস্তান
০৪ জুন, ২০১৫
ভারত অবৈধভাবে জম্মু
ও কাশ্মীর দখলে রেখেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন। ইসলামাবাদ নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট ও বালতিস্তানের নির্বাচন নিয়ে নয়াদিল্লির আপত্তির
প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ভারত কাশ্মীরের জনগণের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার
স্বীকার করে না। তারা
অবৈধভাবে জম্মু-কাশ্মীর দখলে রেখেছে।
বিতর্কিত এই এলাকার চূড়ান্ত সুরাহা এখন জাতিসংঘের হাতে।’ জিনিউজ জানায়, এর আগে গিলগিট ও বালতিস্তানের ভোটের মুখে ওই দুটি এলাকাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে নয়াদিল্লি।
আগামী ৮ জুন পাকিস্তান নিয়ন্ত্রিত এ দুটি এলাকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘কাশ্মীর দেশবিভাগের অসমাপ্ত এজেন্ডা’
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ বলেছেন, পাকিস্তান ও কাশ্মীর অবিচ্ছেদ্য। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার এত বছর পরও কাশ্মীর ইস্যু এখনও ‘অমীমাংসিত’ রয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাহিল শরিফের মতে কাশ্মীর হচ্ছে দেশবিভাগের ‘অসমাপ্ত এজেন্ডা’। পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বুধবার রাহিল এ কথা বলেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া টুইটারে এক বিবৃতিতে এ তথ্য জানান।
সেনাপ্রধান বলেন, ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরের জনগণের আকাক্সক্ষা অনুযায়ী কাশ্মীর ইস্যুর সমাধান চাই। আমরা অন্য কোনো দেশকে আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই না।’ তিনি আরও বলেন, ‘প্রচ্ছন্ন যুদ্ধকে উসকে দিতে ও আমাদের দেশকে অস্থিতিশীল করতেই আমাদের শত্র“রা সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। তবে তাদের অসৎ উদ্দেশ্য ব্যর্থ করে দিতে আমরা বদ্ধপরি