ভারতে ২৭ কংগ্রেস এমপি সাময়িক বরখাস্ত
০৩ আগস্ট, ২০১৫
এদিকে, সংসদে অচলাবস্থা কাটার কোনও ইঙ্গিত মিলল না সর্বদল বৈঠকে। আজ কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠক দুঘণ্টা চললেও কোনও সমাধানসূত্র মেলেনি। কংগ্রেস যে সুষমা, বসুন্ধরার ইস্তফার দাবি থেকে সরছে না, তা আগেই বোঝা গিয়েছিল। বৈঠকেও সেই অবস্থানেই অনড় থাকে কংগ্রেস। চাপ সত্বেও মাথা নোয়াতে নারাজ মোদীও। ফলে বাদল অধিবেশনে একদিনও সংসদ চলবে কি না, তা নিয়ে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে।
অন্যদিকে, ললিতগেট কাণ্ডে রাজ্যসভায় আত্মপক্ষ সমর্থন করলেন সুষমা স্বরাজ। বললেন, প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের বিদেশযাত্রার জন্য ব্রিটিশ সরকারের কাছে তিনি কোনও কূটনৈতিক ভিসার আবেদন জানাননি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আজ বিরোধীদের চরম বিক্ষোভের মাঝে নিজের বক্তব্য পেশ করার চেষ্টা করেন বিদেশমন্ত্রী।কিন্তু ওয়েলে নেমে বিক্ষোভ চলতে থাকায় সুষমা স্বরাজের বক্তব্য চলাকালীনই অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়ন। বন্যায় মৃতদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় লোকসভায়। কিন্তু বিরোধীদের লাগাতার বিক্ষোভে দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।