ভারতে ২৪ ঘণ্টায় মৃত সাড়ে ৩ হাজারের বেশি, আক্রান্ত ৩ লাখ ৮০
মার্কিন নাগরিকদের অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকার দূতাবাস। আমেরিকার নাগরিকদের এখন ভারতে যেতে নিষেধও করা হয়েছে। ভারতে বুধবার একদিনে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার মানুষ। এর মধ্যে এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৭ জনের। এই পরিসংখ্যান পাওয়ার পরই আমেরিকার দূতাবাস ওই নির্দেশিকা জারি করেছে।
ভারত থেকে প্যারিস এবং ফ্রাঙ্কফুর্ট হয়ে ফ্লাইট আমেরিকা আসছে, আবার দিল্লি-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইটও আছে। মার্কিন নাগরিকদের দ্রুত সেই ফ্লাইটগুলো ধরতে বলা হয়েছে। সংক্রমণের হিসেবে ছ লক্ষ ৮০ হাজার মিলিয়ন সংখ্যা নিয়ে ৩ লক্ষ মিলিয়ন-এর দ্বিতীয় স্থানে থাকা ভারতের থেকে আমেরিকা ওপরে থাকলেও এ দেশে চিকিৎসার অপ্রতুল সুযোগের জন্যই আমেরিকার নাগরিকদের ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিনের অভাব, অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেড-এর অভাব। এগুলো মেডিক্যাল ব্যবস্থাকে দীর্ণ করছে।
তাই মার্কিন নাগরিকদের অবিলম্বে এ দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।