ভারতে হাসপাতালে আগুন, মারা গেল ১৮ কোভিড রোগী

01/05/2021 1:14 pmViews: 11

ভারতের গুজরাত প্রদেশের ভরুচে একটি কোভিড হাসপাতালে আগুন লাগার জেরে ১৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১টা নাগাদ আগুন লাগে ওই হাসপাতালে। ভরুচের পুলিশ সুপার জানিয়েছেন রাজেন্দ্রসিন চুরাসামা বলেছেন, ‘আগুন এবং আগুন লাগার জেরে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।’

বারুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কোভিড হাসপাতাল। আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে ২৪ জন রোগী ছিলেন আইসিইউ-তে। আগুন লাগার পর ওই এলাকার স্থানীয়রা এবং দমকলকর্মীরা মিলে বাকিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সময় রাত ১টা নাগাদ হাসপাতালের এক তলায় আগুন লাগে তার পর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে। পুলিশের ওই অফিসার বলেছেন, ‘সকাল সাড়ে ৬টার সময় জানা গেছে, ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে আগুন লাগার সময়ই।’ বাকি ৬ জনের মৃত্যু আগুনের জেরে হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কী ভাবে ওই হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।

 

Leave a Reply