ভারতে স্থায়ী বাংলাদেশি অভিবাসী ৩২ লাখ
ডেস্ক : বাংলাদেশ থেকে বহু মানুষ অবৈধভাবে ভারতে অভিবাসী হওয়ার বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ স্বীকার করেছে বলে দাবি করেছে ভারতে দৈনিক টাইমস অব ইন্ডিয়া। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে ৩ দশমিক ২ মিলিয়ন বা ৩২ লাখ বাংলাদেশি অভিবাসী স্থায়ীভাবে বসবাস করছে।
তাদের মতে অক্টোবরের ৩ থেকে ৪ তারিখে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘অভিবাসন ও উন্নয়ন’ বিষয়ক শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রকাশিত জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিভাগের (ইউএনডিইএসএ) ২০১৩ সালের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দক্ষিণ গোলার্ধ ও উন্নয়নশীল বিশ্বের মধ্য এটাই একক বৃহত্তম দ্বিপাক্ষীয় অভিবাসী হওয়ার ঘটনা বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের ওই প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, বাংলাদেশিদের কাছে অভিবাসী হওয়ার সবচেয়ে সহজ ও উপযুক্ত জায়গা ভারত।
প্রতিবেদন মতে, ২০১৩ সালে সবচেয়ে বেশি অভিবাসী হওয়ার ঘটনা ঘটেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে। এ সময়ে ৩৬ মিলিয়ন মানুষ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে গমন করেছে। ২০১৩ সালেই বিশ্বে সবচেয়ে বেশি মানুষ অভিবাসী হয়েছে। এ সময়ে নিজ দেশ ছেড়ে অন্যদেশে অভিবাসী হয়েছে ২৩ কোটি ২০ লাখ মানুষ। যা বিশ্বের মোট জনসংখ্যার ৩ দশমিক ২ শতাংশ।
–