ভারতে সমকামী তরুণকে ধর্ষণ করেছে দুই পুলিশ
![]() এই ঘটনায় ওই সমকামী তরুণ এতটাই আতঙ্কিত ও আশাহত এই পুলিশের কাছে কোনো অভিযোগ জানাতেও রাজি হননি। একটি টিভি চ্যানেলে তিনি জানিয়েছেন পুলিশের কাছে গেলে কোনো উপকারই পাব না, বরং পরিস্থিতি আরও দূর্বিসহ হয়ে উঠবে। আমার আর মায়ের জন্য আরও সমস্যা তৈরি হবে। আমি কোনো মামলা দায়ের করতে চাই না। বছর ২৩ এর ওই সমকামী তরুণের কথা অনুযায়ী, রবিবার ভোরে গাড়ি নিয়ে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তাঁর গাড়ি থামান অভিযুক্ত দুই পুলিশকর্মী। তারা ওই তরুণের কাছে গাড়ির কাগজপত্র ও যুবকের পরিচয়পত্র দেখতে চায়। গাড়ির কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ হাতে পাওয়া একটা কাগজের টুকরো দেখে তারা জানতে পারে ডিসেম্বরে সমকামীদের মিছিলে অংশগ্রহণ করেছিলেন ওই তরুণ। পরে তরুণ পুলিশকর্মীদের জানান তিনি সমকামী, তখনই ওই দুই পুলিশকর্মী নির্বিচারে পেটাতে শুরু করেন তাঁকে। শুধু তাতেই ক্ষান্ত না থেকে ধর্ষণ করে তাঁকে। ওই তরুণের পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে এই অমানবিক অত্যাচারের ফলে। |