ভারতে বিমানবন্দর থেকে বিতাড়িত রাহাত ফতেহ আলী খান
ভারতের হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে বিতাড়িত হলেন পাকিস্তানি ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। বৃহস্পতিবার রাজিবগান্ধি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয় তাকে।
টাইমস অব ইন্ডিয়া তার প্রতিবেদনে জানিয়েছে, তাজ ফালকনুমা প্যালেসের একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাই থেকে এমিরেটস এয়ারলানসে করে ভারতের হায়দ্রাবাদ এয়ারপোর্টে আসেন রাহাত আলী খান। কিন্তু সেখানে পৌছানোর পরপর তাকে আবারো দুবাই ফেরত যেতে নির্দেশ দেয়া হয়।
এদিকে ভারতের ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, ‘কিছু বিশেষ নিয়মের’ কারণে তাকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। ভারতের হায়দ্রাবাদ এয়ারপোর্ট দিয়ে কোন পাকিস্তানি নাগরিক প্রবেশের নিয়ম নেই। দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই বিমানবন্দর দিয়ে পাকিস্তানের নাগরিক ভারতে প্রবেশ করতে পারে।
দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে বলা হয়, ‘এ কারণেই তাকে আবুধাবি ফেরত পাঠানো হয়েছে এবং দুবাই থেকে পুনঃরায় ভারতে প্রবেশের জন্য নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহারের অনুরোধ করা হয়েছে।’
তিনি আরো জানান, পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ ও বের হয়ে যাবার রেকর্ড রাখার জন্য চারটি শহরের বিমানবন্দরে তাদের জন্য ইমিগ্রেশন বিভাগের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাকে (রাহাত ফতেহ আলী) হায়দ্রাবাদ বিমানবন্দর দিয়ে প্রবেশ করানো হলে, তার ভারতে থাকার কোন নথি থাকত না। কেননা আমাদের এই এয়ারপোর্ট থেকে পাকিস্তানি নাগরিকদের ইমিগ্রেশনের ব্যবস্থা নেই। টাইমস অব ইন্ডিয়া।