ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ৬
ভারতের পাঞ্জাব প্রদেশের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা হয়েছে। এ সময় হামলায় দুই সেনা সদস্য ও চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন।
শনিবার ভোরে পাঞ্জাব প্রদেশের পাঠানকোট জেলার একটি বিমানঘাঁটিতে এ হামলা হয় বলে বিবিসি অনলাইন সংবাদে জানা যায়।
ভারতের নিরাপত্তা কর্মকর্তারা জানান, পাঞ্জাব রাজ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায়। পাঠানকোট বিমান ঘাঁটির ভেতর থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। তাদের মোকাবেলায় সেনাবাহিনীর কমান্ডো এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
প্রাথমিক খবর অনুযায়ী, অন্তত চারজন বন্দুকধারী এই আক্রমণে অংশ নিয়েছেন।
ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, হামলায় ভারত-শাসিত কাশ্মীরের জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, আমাদের বিশ্বাস, তারা জয়েশ-এ-মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী।
ভারত অভিযোগ করে, কাশ্মীর-ভিত্তিক এই সংগঠনকে পাকিস্তান সমর্থন করে। তবে পাকিস্তান অভিযোগ বরারবই প্রত্যাখান করে আসছে।
তারা আরো বলেন, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে, এবং বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পড়া ছিল। এই হামলা হল লাহোরে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পরেই।
অগাস্ট মাসে পাঞ্জাবের ঘুরুদাসপুরে একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়। প্রায় ১২ ঘণ্টা ঘরে চলা বন্দুকযুদ্ধে তিনজন আক্রমণকারী নিহত হয়।