ভারতে বাংলাদেশী নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় রিট

20/05/2015 6:46 pmViews: 5
ভারতে বাংলাদেশী নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় রিট

ভারতে ট্রেন থেকে নামিয়ে বাংলাদেশি নারী নার্গিস বেগমকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ময়না তদন্তের প্রতিবেদন চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।

বুধবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহত নার্গিস আক্তারের মামী রাহেলা বেগমের পক্ষে রিটটি দায়ের করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান।

রিটে নিহত নার্গিস আক্তারের লাশ উত্তোলন করে পোস্টমর্টেম এবং ভারত থেকে বাংলাদেশে লাশ হস্তান্তরের সময় পাঠানো সকল কাগজপত্র চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, ডিসি খুলনা এবং খুলনা জেলার সোনাডাঙ্গা থানার সংশ্লিষ্ট এসআইকে রিটে বিবাদী করা হয়েছে।

গত ৯ মার্চ জন্মান্ধ মা আনোয়ারা বেগম ও মেয়ে কোহিনূর কাকলীকে নিয়ে বৈধ প্রক্রিয়ায় ভারতের উদ্দেশে রওনা হন নার্গিস। ১০ মার্চ হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশে ট্রেনে ওঠেন। ট্রেন কানপুর স্টেশনে পৌঁছালে কয়েকজন যুবক দিল্লি এসে গেছে বলে তাদের ট্রেন থেকে নামিয়ে আনেন। পরে নার্গিসকে প্ল্যাটফর্মে আটকে মা-মেয়েকে জোর করে ওই ট্রেনেই তুলে দেয়। এরপর ট্রেন ছেড়ে দিলে বিচ্ছিন্ন হয়ে পড়েন নার্গিস। নার্গিসের সঙ্গে তাদের তিনজনের পাসপোর্ট ছিল। ভারতীয় লোকজনের সহায়তায় পরে দেশে ফেরেন নার্গিসের মা ও মেয়ে।

১৯ মার্চ সোনাডাঙ্গা থানার পুলিশের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন, নার্গিস মারা গেছেন। তার লাশ উত্তর প্রদেশের বাধান রেলস্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এর ৪১ দিন পর ২১ এপ্রিল লাশ বাংলাদেশে আনা হয়।

Leave a Reply