ভারতে বসবাসরত বাংলাদেশের হিন্দুরা বসবাসের বৈধতা পাচ্ছেন

28/05/2015 5:18 pmViews: 6

ভারতে বসবাসরত বাংলাদেশের হিন্দুরা বসবাসের বৈধতা পাচ্ছেন

 ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার,

আসামে বিধানসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এক নির্বাহী আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে। এ নির্বাহী আদেশে ভারতে বসবাসরত পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিবাসীদের বসবাসের বৈধতা প্রদান করা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুরা যাতে রেসিডেনশিয়াল পারমিট পান, সে জন্য তাদের সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এ সিদ্ধান্তের ফলে ভারতজুড়ে বসবাসরত লাখো অভিবাসী, যারা ভারতে বসবাসের কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেন না, তাদের ভাগ্য পরিবর্তিত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে লোকসভা নির্বাচনের প্রচারণায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারই বাস্তব প্রতিফলন ঘটাতে চলেছেন। আগামী বছর আসাম রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৮৫ সালে ইউনিয়ন সরকর ও আসাম আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে স্বাক্ষরিত আসাম চুক্তি অনুযায়ী, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে আসামে যাওয়া হিন্দুদের দেশে ফেরত পাঠানো হবে। তবে সেটা এখনও পুরোপুরি কার্যকর হয়নি। এরই মধ্যে মোদি সরকারের এ ঘোষণা এলো। গত ২৭শে এপ্রিল বিজেপি প্রধান অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে আসামে যাওয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে। রাজ্যের ক্ষমতাসীন দল কংগ্রেসও এ ধারণার সঙ্গে একমত।

Leave a Reply