ভারতে পৌঁছেছেন সালাহ উদ্দিনের স্ত্রী

18/05/2015 11:19 amViews: 8

ভারতে পৌঁছেছেন সালাহ উদ্দিনের স্ত্রী


স্বামীর সাথে সাক্ষাত করতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ভারতে গেছেন।
তাকে বহনকারি এয়ার ইন্ডিয়ার বিমানটি নিরাপদেই কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ভিসা হাতে পান হাসিনা আহমদ। প্রস্তুতি সেরে রাত ৮টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তিনি।
রাত পৌনে ১০টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকতার উদ্দেশে রওনা হন তিনি। কলকাতা থেকে সকালে শিলং যাবেন আজ। হাসিনা আহমদের সাথে রয়েছেন সালাহউদ্দিনের বোনজামাই মাহবুবুল কবির মুনমুন।
শিলংয়ে অবস্থানরত বিএনপির সহকারী দফতর সম্পাদক আবদুল লতিফ জনি নয়া দিগন্তকে জানান, হাসিনা আহমদ আজ শিলংয়ে পৌঁছে সালাহউদ্দিনের সাথে দেখা করবেন। এরপর তার চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ দিকে গতকাল শিলং গেছেন তাবিথ আউয়াল। সকালে বিমানে সিলেটে পৌঁছে সড়কপথে শিলং যান তিনি।

Leave a Reply