ভারতে পাচারকালে ট্রাকভর্তি ইলিশ আটক
ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁকালে একটি ট্রাকভর্তি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা-কালিগঞ্জ প্রধান সড়ক দিয়ে ভোমরা সীমান্ত পথে ভারতে নিয়ে যাবার সময় ইলিশভর্তি ট্রাকটি আটক করা হয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, ‘একটি ট্রাকভর্তি ইলিশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের কাছে হাবিলদার ওমর ফারুক টহল দলের সদস্যদের নিয়ে অবস্থান নেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়’।
পরে শহরের তালতলায় বিজিবির ৩৮ ব্যাটেলিয়নে এনে ট্রাক তল্লাশি করে এই ইলিশ পাওয়া যায় বলে জানান তিনি।
আটক ইলিশের ওজন দেড় হাজার কেজি। এর দাম ১৫ লাখ টাকা বলেও জানিয়েছে বিজিবি ।