ভারতে পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু

13/10/2013 11:05 amViews: 8

poddoli ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৫০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শারদীয় দুর্গোত্সব উপলক্ষে বরিবার সকালে প্রায় পাঁচ লাখ হিন্দু ধর্মের অনুসারী ডাতিয়া জেলার রতনগড় মন্দিরে জড়ো হয়।

এসময় পুলিশ ধীরস্থিরভাবে পূজা অর্চনা করার আহ্বান জানান। কিন্তু লাইন ভেঙ্গে অর্চনা দিতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে।

কিন্তু নদীর ওপর ব্রিজ ভাঙ্গার গুজব ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বের হতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কিছু লোক নদীতে পড়ে ডুবে যাওয়ার ভয়ে পালাতে শুরু করলে পদদলিত হয়ে ৫০ জন নিহত হয়।

Leave a Reply