ভারতে তৈরি শুরু হচ্ছে আইফোন
ভারতে তৈরি শুরু হচ্ছে আইফোন
ভারতের ব্যাঙ্গালুরুর কাছে এক কারখানায় আইফোন ‘অ্যাসেম্বল’ বা বিভিন্ন যন্ত্রাংশ একত্রে করার কাজ শুরু করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এখন পর্যন্ত এর জন্য কোনো সময় ঠিক করেনি প্রতিষ্ঠানটি। তবে অনেকেই ধারণা করছেন, এ বছরের জুন মাস নাগাদ ওই কারখানায় আইফোন উৎপাদন শুরু করবে অ্যাপল। গতকাল বৃহস্পতিবার ভারতের কর্ণাটকের রাজ্য সরকার অ্যাপলের প্রস্তাবকে স্বাগত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, ভারতে আইফোন উৎপাদন শুরু হলে এ নিয়ে মোট তিনটি দেশে আইফোন সংযোজনের কাজ হবে। অ্যাপলের মূল যন্ত্রাংশ নির্মাতা (ওইএম) তাইওয়ানের কোম্পানি উইসট্রন তাদের মূল কারখানার বাইরে ভারতে আইফোন তৈরির কাজ শুরু করছে।
ভারতের সরকার অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে আইফোন সংযোজন ছাড়াও অন্যখাতে সহযোগিতার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তথ্যসূত্র: টিএনএন।