ভারতের লক্ষ্য ১৩১ রান

21/03/2014 9:30 pmViews: 6

 

 

ঢাকা, ২১ মার্চ  : পাকিস্তানের বিপক্ষে জিততে হলে ভারতের দরকার ১৩১ রান। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে কামরান আকমল (৮), শোহাইব মালিক (১৮), আহমেদ শেহজাদ (২২), উমর আকমল (৩৩), মোহাম্মদ হাফিজ (১৫), শহিদ আফ্রিদি (৮), শোহাইব মাকসুদ (২১) ও বাট্টি (০) রান করে আউট হন।

অতিরিক্ত থেকে আসে ৫টি রান।

ভারতের পক্ষে মিশরা ২টি, বিনয় কুমার ১টি, মোহাম্মদ সামি ১টি ও জাদেজা ১টি করে উইকেট নেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পবের্র উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুক্রবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় এ ম্যাচ শুরু হবে।

পাকিস্তান দল : আহমেদ শেহজাদ, কামরান আকমাল,  মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমাল, সোহাইব মালিক, সোহাইব মাকসুদ, শহিদ আফ্রিদি, বিলাওয়াল ভাট্টি, উমর গুল, সাহেদ আজমল, জুনায়েদ খান।

ভারত দল : রবিন্দ্র শারমা, শেখর দেওয়ান, এস কে রাইনা, যুবরাজ সিং, বিরাট কৌহলি, এম এস ধনি, রবিন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অজিত মিশরা, বিনয় কুমার, মোহাম্মদ শামি।

Leave a Reply