ভারতের মোকাবিলা, পাকিস্তান বিমানবাহিনীর প্রস্তুতি শুরু

23/09/2016 11:21 amViews: 7

যেকোনো সময় হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী। তাই সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতেই বিশেষ মহড়া শুরু করে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী।
অধিকৃত কাশ্মীরে চলছে পাকিস্তানের বিশেষ মহড়া অপারেশন ‘হাইমার্ক’। সেই মহড়ার অংশ হিসেবে হাইওয়েতে নামছে যুদ্ধবিমান। এই মহড়ার পরিকল্পনা নাকি আগে থেকেই ছিল বলে দাবি পাক সেনার।

পাক এয়ারফোর্সের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার এম১ মোটরওয়েতে নামে এফ৭ মাইরেজ জেট। আর এটা ‘হাইমার্ক’ নামে বিমানবাহিনীর বিশেষ মহড়ারই অংশ। সাধারণত পাঁচ বছর অন্তর হয় এই বিশেষ মহড়া। আগামী ২৪ সেপ্টেম্বর এই মহড়া শেষ হবে বলে জানা গেছে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ও অন্যান্য পাক বিমান সংস্থা প্রায় দু’ডজন বিমান বাতিল করে দিয়েছে ওই এলাকায়। পাক সেনাবাহিনীর দাবি সত্ত্বেও এই মহড়াকে ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ‘দ্য ডন’-এ বলা হয়েছে যে, সম্ভবত এই মহড়া ভারতীয় সেনাবাহিনীকে প্রত্যাঘাত করার প্রস্তুতি।
কাশ্মিরে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার পর ঠিক যে সময় দুই দেশের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে, সেইসময়ই এই মহড়া। ‘দ্য ডন’ জানিয়েছে পাকিস্তান সেনার মিডিয়া উইং আইএসপিআরের কিংবা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্ররা কেউই এই বিষয়ে মুখ খুলছে না। আর সেটাই এই গুজবকে আরো খানিকটা উস্কে দিচ্ছে। তবে ওই সংবাদপত্রে আরো বলা হয়েছে যে এক উচ্চপদস্থ সেনা অফিসার একথা স্বীকার করেছেন যে ভারতীয় সেনার হামলার একটা আশঙ্কা রয়েছে, আর তার জন্য চূড়ান্ত নজরদারি চলছে সীমান্তজুড়ে।

Leave a Reply