ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষনা
টাইগারদের টেস্ট দল ঘোষণা
ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষনা করেছে বিসিবি। একটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে আগামী ৮ জুন বাংলাদেশে পা রাখবে ভারত। ১০ জুন থেকে টেস্ট ম্যাচ দিয়ে সিরিজের পর্দা উঠবে।
আসন্ন ভারত সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানেই আসন্ন সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করা হয়েছে। টেস্ট শেষ হওয়ার পর ওয়ানডে দল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
১৪ সদস্যের টেস্ট দল : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও আবুল হাসান রাজু।