ভারতের বিতর্কিত জম্মু ও কাশ্মীর ইস্যুতে মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
কাশ্মীর ইস্যুতে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
ভারতের বিতর্কিত জম্মু ও কাশ্মীর ইস্যুতে মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চীনের অনুরোধের প্রেক্ষিতেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে এক কূটনীতিকের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিতর্কিত কাশ্মীর ইস্যুতে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ৫ আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর চীনের অনুরোধে অনুরূপ আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
গত ১২ ডিসেম্বর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি কাশ্মীরে উত্তেজনা বাড়তে পারে এমন উদ্বেগ জানিয়ে নিরাপত্তা পরিষদের কাছে এক চিঠি লিখেন।
এরপর চীনের জাতিসংঘ মিশন নিরাপত্তা পরিষদের কাছে এক নোট লিখে, যাতে বলা হয়, ‘কাশ্মীরের পরিস্থিতিকে গুরুত্বকে দিয়ে এবং ফের উত্তেজনার বৃদ্ধির ঝুঁকি বিবেচনা করে, চীন পাকিস্তানের অনুরোধ সমর্থন করে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির ওপর কাউন্সিলের একটি ব্রিফিংয়ের জন্য অনুরোধ করছে।’
জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে স্বাধীনতা লাভের পর থেকেই উত্তেজনা বিরাজ করেছে। এ ব্যাপারে ১৯৪৮ ও ১৯৫০ এর দশকে নিরাপত্তা পরিষদ বেশ কয়েকবার রেসুলেশন গ্রহন করেছিল। তারপরও দেশ দুটির মধ্যে এ ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে।