ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা-অভিনেত্রী অমিতাভ ও কঙ্গনা

28/03/2016 6:59 pmViews: 11
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
সেরা অভিনেতা-অভিনেত্রী অমিতাভ ও কঙ্গনা
 
সেরা অভিনেতা-অভিনেত্রী অমিতাভ ও কঙ্গনা
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন অমিতাভ বচ্চন ও কঙ্গনা রনৌত। ‘পিকু’ ছবির জন্য অমিতাভ ও ‘তনু ওয়েডস মনু রিটানর্স’ ছবির জন্য কঙ্গনাকে এই পুরস্কার দেয়া হয়েছে।
সোমবার ভারতের ৬৩ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বাহুবলি’। সেরা হিন্দি ছবির পুরস্কার জিতেছে ‘দম লাগাকে হাইসা’। সেরা পরিচালক হয়েছেন সঞ্জয় লীলা বনসালি (‘বাজিরাও মাস্তানি’)।
‘মার্গারিটা, উইথ আ স্ট্র’র জন্য বিশেষ সমালোচক পুরস্কার পেয়েছেন কাল্কি কোচলিন। ‘মাসান’ ছবির জন্য সেরা নবাগত পরিচালক হয়েছেন নীরাজ ঘাওয়ান।

Leave a Reply