ভারতীয় সাইবার স্পেসে সানি লিওনকে পেছনে ফেললেন প্রিয়াঙ্কা!
পর্ণতারকা সানি লিওনকে পেছনে ফেলে ভারতীয় সাইবার স্পেসে সবচেয়ে বিপদজনক সেলিব্রেটির জায়গাটি করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন শাহরুখ ও সালমান খান। সম্প্রতি সিকিউরিটি সফটওয়্যার কোম্পানি ম্যাকঅ্যাফে জরিপটি প্রকাশ করেছে।
জরিপে দেখানো হয়েছে, যে তারকাদেরকে ভক্তরা নেটে বেশি খুঁজে থাকেন তাদেরকেই টার্গেট করে সাইবার অপরাধীরা। আর এসব সেলিব্রেটির পরিচয় ব্যবহার করে প্রিয় তারকা সম্পর্কে তথ্য খোঁজকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন সুবিধা হাতিয়ে নেয় এসব অপরাধ প্রযুক্তিবিদ। জরিপে উঠে এসেছে প্রিয়াঙ্কার নামে ৭৯টি, শাহরুখের নামে ৭৫টি এবং সালমানের নামে ৬৮টি বিপদজনক সাইট রয়েছে। তারকার নাম, তাদের নামের সঙ্গে wall paper, videos, nude pictures এগুলো লিখে সার্চ দিলে অনায়াসেই এসব বিপদজনকসাইটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তখনই শত্রু ঢুকে পড়ে ঘরে। সাইবার অপরাধীদের দখলে চলে যায় ব্যক্তিগত অনেক পাসওয়ার্ড ও তথ্য।
গত বছর সবচেয়ে বিপদজনক সেলিব্রেটির তালিকায় প্রথমস্থানে ছিলেন সানি লিওন। এবার তাকে পেছনে ফেলে উঠে এসেছে আটজন। সানি আছেন এবার নবম স্থানে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার। এছাড়া সেরা দশে আছেন অমিতাভ বচ্চন, ফারহান আক্তার ও হৃত্বিক রোশন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।