ভারতকে ১০ উইকেটে গুঁড়িয়ে ফাইনালে ইংল্যান্ড
অধিনায়ক বাটলার ৪৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় করেছেন ৮০ রান। আর হেলসের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৮৬ রান।
অ্যাডিলেডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংস ও বিরাট কোহলির ফিফটিতে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত।
শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় রোহিত শর্মারা। ৫ রানে ক্রিস ওকসের উইকেটে পরিণত হন কেএল রাহুল। আরেক ওপেনার রোহিত শর্মা ২৮ বলে ২৭ রান করেন। সুবিধা করতে পারেননি সূর্য কুমার যাদব।