ভাবগাম্ভীর্য নষ্ট হলে কঠোর ব্যবস্থা : সেতুমন্ত্রী

02/08/2016 4:42 pmViews: 7
ভাবগাম্ভীর্য নষ্ট হলে কঠোর ব্যবস্থা : সেতুমন্ত্রী
 
ভাবগাম্ভীর্য নষ্ট হলে কঠোর ব্যবস্থা : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শোকের মাসে ভাবগাম্ভীর্য নষ্ট হবে এমন কর্মকাণ্ডে কেউ জড়িত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে ‘আব্দুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা’ সড়ক উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দল থেকে এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন তা হচ্ছে- যে কোনো মূল্যে শোকের মাসের ভাবগাম্ভীর্য রক্ষা করা।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আমাদের জাতির জনক। ৭৫ এর আগস্ট ট্যাজেডিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা মাসব্যাপী শোক পালন করি। শোকের মাসে ভাবগাম্ভীর্য যাতে থাকে সে ব্যাপারে আমাদের নেতা কর্মীদের নির্দেশনা দেয়া আছে। শোকের অনুষ্ঠান করতে বেশি টাকা লাগে না। শোকের অনুষ্ঠানে যা লাগে আমাদের দলের নেতাকর্মীরা দিয়ে অনুষ্ঠান করে। সারা দেশে থাকা বঙ্গবন্ধুর অসংখ্য শুভাকাঙ্খিরা অনেক সময় স্বেচ্ছায় এতে অংশ গ্রহণ করেন। কাজেই এখানে চাঁদাবাজি করার প্রযোজন হয় না। তারপরও আমাদের সমাজে কিছু কিছু চিহ্নিত চাঁদাবাজ আছে, তারা একটা উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে। এ ধরনের চাঁদাবাজির ঘটনারোধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সড়কটি নির্মাণের ফলে গাজীপুরের সঙ্গে ঢাকা, নরসিংদীর শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। বাস র‌্যাপিড ট্রান্সজিট হচ্ছে। তখন আমাদের বিকল্প রাস্তার প্রয়োজন হবে। এই রাস্তাটি তখন বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে। ঈদের সময় রাস্তায় যখন অতিরিক্ত যানবাহনের চাপ থাকে তখন আমরা এ রাস্তাটাকে কাজে লাগাব।
এর আগে তিনি ওই সড়কের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি.এ.কে.এম নাহীন রেজা, কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply