ভাইয়ের আসনে উপনির্বাচনে লড়বেন কাদের সিদ্দিকী
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ ঘোষণা দেন তিনি।
কাদের সিদ্দিকী জানান, জন্মস্থান টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপনির্বাচনে অংশ নেবেন তিনি। সম্প্রতি লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন এবং উপনির্বাচনের মধ্যে লক্ষ কোটি গুণ পার্থক্য আছে। পৃথিবী যত দিন থাকবে, গণতান্ত্রিক সরকার বা অগণতান্ত্রিক হোক সকল উপনির্বাচন সরকারের সময়েই হবে। উপনির্বাচনের সময় কোনো সরকার বদল হবে না।
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, আমি সরকারের অধীনে নির্বাচন করছি না। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন। দুটি দল ছাড়া খেলা দেয়া যায় না। মানুষের খেলা দেখার দরকার আছে।
মহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় প্রথমে মন্ত্রিপরিষদ এবং পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় লতিফ সিদ্দিকীকে। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।