ভবিষ্যতে আর নির্বাচন করবেন না রওশন
জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ভবিষ্যতে আর কখনো নির্বাচন না করার ঘোষণা দিয়ে বলেছেন, আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না। পরিস্থিতির কারণে নির্বাচন করতে হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রওশন বলেন, নানা বাধা-বিপত্তির মধ্যদিয়ে নির্বাচন হয়েছে। তোমাদের ভেবে দেখতে হবে নির্বাচনটা প্রয়োজন ছিল কিনা।
তিনি বলেন, সমাজে ধৈর্য ও সহনশীলতার বড়ই অভাব রয়েছে। যে কারণে নেতৃত্বে শূন্যতা দেখা দিয়েছে। ধৈর্য ও সহনশীলতা না থাকলে নেতৃত্ব দেয়া যাবে না। সহনশীলতার অভাবে দেশ নেতৃত্ব শূন্য হচ্ছে।
রওশন ছাত্র নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, তোমরা আমাদের ভবিষ্যত। তোমরা ভবিষ্যতের নেতা। তাই তোমাদের অনেক কিছু শিখতে হবে। এ দেশের রাজনীতিতে তোমাদের অবদান রাখতে হবে।
তিনি বলেন, সারা জীবন তো আর তোমরা ছাত্রনেতা থাকবে না। দেশের নেতৃত্বে তোমাদের আসতে হবে। দক্ষতা, শিক্ষা ও সমাজ কল্যাণে অবদান রাখা তোমাদের শিখতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। মনের মধ্যে আবেগ থাকতে হবে।
ছাত্র সমাজের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি প্রমুখ।