ভবনে ধাক্কা খেয়েও রক্ষা পেল বিমান!

24/12/2013 8:10 amViews: 5

ভবনে ধাক্কা খেয়েও রক্ষা পেল বিমান!দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে যাওয়ার জন্য উড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। ঠিক উড্ডয়নের সময় বিমানের ডান পাখা বিমানবন্দরের একটি কার্যালয় ভবনের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।এদিকে, বিমানটিতে ২শ’র বেশি যাত্রী ছিল বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দিনশেষে বোয়িং ৭৪৭ বিমানটি বিমানবন্দরের ট্যাক্সি চলাচলের জন্য নির্ধারিত সরু রাস্তায় চলে গিয়েছিল।

দুর্ঘটনায় বিমানবন্দরের কার্যালয় ভবনের চারজন কর্মী আহত হলেও বিমানের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর বিমানটি সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply