ভগ্নিপতির ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

04/10/2021 5:46 pmViews: 3

ভগ্নিপতির ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

ভগ্নিপতির ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী সাংসারিক কাজে দিনের অধিকাংশ সময় বাড়ির বাহিরে থাকায় চলতি বছরের ২৫ এপ্রিল সন্ধ্যায় গৌতম চন্দ্র তার শ্যালিকাকে ভয়ভীতি দেখিয়ে প্রথমবার ধর্ষণ করে। এরপর সে দফায় দফায় তাকে ধর্ষণ করে। গত ২০ সেপ্টেম্বর রাতে হঠাৎ পেট ব্যাথা হলে তাকে পরীক্ষা করে দেখা যায় সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

এরপর রবিবার (৩ অক্টোবর) মেয়েটির বাবা বাদি হয়ে গৌতম চন্দ্র সরকারকে আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রাতেই বগুড়া জেলার শেরপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে ধর্ষক গৌতম চন্দ্র সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মবার (৪ অক্টোবর) থানা পুলিশ মেয়েটির ধর্ষণ পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ও ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করে। পরে থানা পুলিশ আসামি গৌতম চন্দ্র সরকারকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply