ব্লগার হত্যার ‘পরিকল্পণাকারী’সহ আটক ৩
ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যা ঘটনায় তিনজনকে আটক করেছে বলে দাবি র্যাবের। আটকদের মধ্যে ব্লগার হত্যার মূল পরিকল্পণাকারী ও আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী রয়েছে বলে দাবি র্যাবের।
মঙ্গলবার র্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয় রাজধানীর নীলক্ষেত ও ধানমণ্ডি থেকে তাদের আটক করা হয়েছে।
আটক তিনজন হলেন- তৌহিদুল ইসলাম, সাদেক আলী ও আমিনুল মল্লিক।
ক্ষুদে বার্তায় বলা হয়, ব্লগার অভিজিৎ রায় ও সিলেটের অনন্ত বিজয় দাশ হত্যার মূল পরিকল্পনাকারী ও আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী তৌহিদুল ইসলাম, সক্রিয় কর্মী সাদেক আলী ও আমিনুল মল্লিককে রাজধানীর নীলক্ষেত ও ধানমণ্ডি থেকে আটক করা হয়েছে।
এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, আটক ব্যক্তিরাই ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ যোগাদাতা।
মুফতি মাহমুদ খান বলেন, এদের মধ্যে তৌহিদ আনসারউল্লাহ বাংলা টিমের অর্থের যোগানদাতা। বাকি দুজন সক্রিয় সদস্য।