ব্লগার অভিজিৎকে কুপিয়ে হত্যা
ঢাকা : মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অমর একুশে বইমেলার পাশে সন্ত্রাসীরা অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।
ঢামেক হাসপাতালের চিকিৎসক রেজা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিজিৎ ও তার স্ত্রী দুজনই আমেরিকাপ্রবাসী।
অভিজিতের লেখা নয়টির বেশি বই রয়েছে বলে জানা গেছে। অভিজিৎ বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায়ের ছেলে।
উল্লেখ্য ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে একইভাবে চাপাতি দিয়ে লেখক হুমায়ুন আজাদকে খুন করা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, অভিজিত রায় ব্লগে লেখালেখি করতেন। তার জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তিনি জানান, ড. হুমায়ূন আজাদকে যারা হত্যা করেছে, তারাই অভিজিতকে হত্যা করে থাকতে পারে।
অভিজিৎ রায়ের প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে অবিশ্বাসের দর্শন, ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’, ‘মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে’, ‘ভালবাসা কারে কয়’, স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, সমকামিতা : বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান।
– See more at: http://www.sheershanews.com/2015/02/26/70662#sthash.KrXwsfyF.dpuf