ব্লগারদের সীমা লঙ্ঘন না করার আহবান আইজিপির
ব্লগারদের সীমা লঙ্ঘন না করার আহবান আইজিপির
ব্লগারদের লেখার ক্ষেত্রে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক।
সম্প্রতি ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় ও কয়েকটি শিশুকে নির্মম নির্যাতন করে হত্যার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আইজিপি।
আইজিপি বলেন, ‘ব্লগারদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। লিখতে গিয়ে সীমা লঙ্ঘন করবেন না।’
তবে কোনো লেখার দ্বারা কারো যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে তিনি যেন মামলা করেন। কারণ এ মামলায় ১৪ বছরের শাস্তির বিধান আছে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ব্লগার ও নির্যাতন করে শিশু হত্যাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেন তিনি। ব্লগার নিলয় হত্যার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের কথা জানিয়ে দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার আশা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক।
শহীদুল হক বলেন, সম্প্রতি যারা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাদের আগের কোনো অপরাধ কর্মকাণ্ডের রেকর্ড ছিল না। মনস্তাত্বিক কুপ্রবৃত্তির কারণেই তারা এসব হত্যাকাণ্ড সংগঠিত করেছেন।
তিনি আরো বলেন, সরকার জঙ্গি দমনে পুরোপুরি সফল না হলেও ৮০ শতাংশ সফল হয়েছেন।
গত শুক্রবার রাজধানীর গোড়ান এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন ব্লগার নিলয়। এসময় নিলয়ের স্ত্রী আশা মনি ও শ্যালিকা তন্বী বাসায় ছিলেন। তাদের আলাদা ঘরে আটকে রেখে নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় খিলগাঁও থানায় অজ্ঞাতনামা চারজনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুরে তার লাশের সৎকার সম্পন্ন হয়েছে।