ব্রিফকেস পল্লা দেবে বাস-ট্রেনের সঙ্গে !

15/04/2014 10:32 pmViews: 28

লন্ডন: আপনি কি ভাবতে পারেন- আপনার কাপড়-জিনিসপত্র রাখা ব্রিফকেসটি হঠাৎ ইলেকট্রিক স্কুটার হয়ে চলতে শুরু করল, আর আপনি তাতে চেপে পৌঁছে গেলেন গন্তব্যে। অবিশ্বাস্য মনে হলেও এটি এখন সত্য ঘটনা।

সম্প্রতি এমন একটি ব্রিফকেস আবিষ্কৃত হয়েছে যেটি একসঙ্গে দুই ধরনের কাজ করবে্। জিনিসপত্র রাখার জন্য ব্রিফকেস ও যাতায়াতের জন্য ইলেকট্রিক স্কুটার হিসেবে। আর স্কুটার হিসেবে এটি যে গতিতে চলবে, তাতেও আপনি অবাক হবেন। এই ব্রিফকেস কাম স্কুটারটি গতিতে পাল্লা দেবে বাস-ট্রেনের সঙ্গে।

পাঁচ হাজার ৯৯০ ডলার মূল্যের এই ব্রিফকেস পাঁচ মিনিটের কম সময়ে এক মাইল পথ অতিক্রম করতে পারে। এমনকি ব্রিফকেসে জিনিজপত্র কম থাকলে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে চলবে। এমন একটি ব্রিফকেসে চেপে ব্যস্ত সকালে প্রাপ্তবয়স্করা অফিসে যাচ্ছেন্- দৃশ্যটি কেমন দেখাবে?

ব্রিটেনের গ্রিন এনার্জি নামের একটি কোম্পানি এই ব্রিফকেস কাম স্কুটার তৈরি করেছে। এটির ওজন কম। মাত্র ১২ কেজি। কিন্তু  তবু  এ কোম্পানি দ্বিবিধ ব্যবহারযোগ্য এই ডিভাইস তৈরি থেকে পিছপা হচ্ছে না। কমিউটার কেস ইলেকট্রিক স্কুটার একই সঙ্গে স্যুটকেস ও যানবাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এটি কেবল অফিসযাত্রীদের দ্রুত চলার বাহন হিসেবেই ব্যবহৃত হচ্ছে না, তাদের কাপড়চোপড় ও ল্যাপটপের মতো ভারী বস্তু  বহন করে নেয়ার উপায় হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়ে হয়েছে, এটির বিক্রয়লব্ধ  অর্থের একটি অংশ  ডিভাইসটি উৎপাদনে তহবিল জোগাতে ব্যয় হবে। কম্পিউটার কেস ইলেকট্রিক স্কুটার নামের অভিনব যানটি বাজারে ছাড়ার তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

এর সংলগ্ন স্কুটারটি ভাঁজ করে স্যুটকেসের মধ্যে রাখা যাবে। আবার স্যুটকেসটি হাতে বহন করা যাবে কিংবা নিচে চাকা সংযুক্ত করে টেনে নেয়া যাবে। প্রয়োজনে ব্রিফকেস থেকে খুলে স্কুটার সংযুক্ত করে রিচার্জাবল ব্যাটারির সাহা্য্যে দিব্যি যানবাহনের মতো চালিয়ে নেয়া যাবে।

তখন এই যানের গতি হবে ঘণ্টায় সাড়ে ১২ মাইল (২০ কিলোমিটার)। ব্যাটারির চার্জ না থাকলে এটি পা দিয়েও চালানো যাবে।

নির্মাতা প্রতিষ্ঠান গ্রিণ এনার্জি জানিয়েছে, এর ব্যবহারকারীরা এর মাধ্যমে পাঁচ মিনিটে এক মাইল পথ অতিক্রম করতে পারবে। অথচ এক মাইল হাঁটতে আমাদের সময়  লাগে ২০ মিনিট। এর চাকাগুলো স্যুটকেস থেকে বের করে ঠিকমতো সংযোজন করে স্কুটারে রূপান্তরিত করে এটি দিব্যি যানবাহন হিসেবে চালানো যাবে।

চালক পা দিয়ে ধাক্কা দিয়ে কমিউটার কেস চালানো শুরু করবে। ম্যানুয়াল ব্রেক দিয়েই এটি থামানো যাবে। ইলিনয়ের ফার্ম গ্রিন এনার্জি মেটর্স বর্ মানে উৎপাদনে আর্থিক সহায়তা দিতে প্রাক-আদেশে অংশ নিচ্ছে। বাম ও ডান দিকের পাদানিতে পা রেখে স্টিয়ারিং কলাম ধরে চলানো যাবে এই অভিনব যান।

চালানো শেষে এর ফুটরেস্ট বা্ পাদানি এবং স্টিয়ারিং কলাম খুলে ব্রিফকেসের  ভেতরে ঢুকিয়ে রাখা যাবে। সূত্র: দৈনিক জাগরণ (হিন্দি)।

Leave a Reply