ব্রাজিলে পৌনে দুই লাখ টন চিনি পুড়ে ছাই
ডেস্ক : ব্রাজিলে এক সঙ্গে ছয়টি চিনির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ লাখ ৮০ হাজার টন চিনি পুড়ে গেছে। দেশটির বৃহত্তম বন্দর সান্তোসে এ গুদামগুলো অবস্থিত। এ ঘটনায় বিশ্ববাজারে চিনির দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে ব্রাজিলের ব্রহত্তম চিনি কোম্পানি কোপারসুকারের মালিকানাধীন টার্মিনালে আগুনের সূত্রপাত হয়। গুদামে চিনি আনা-নেওয়ার সিস্টেমে সূত্রপাত হওয়া আগুন কিছুক্ষণের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টানা ছয় ঘন্টা আপ্রাণ চেষ্টা করে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ব্রাজিল বিশ্বের বৃহত্তম চিনি রফতানিকারী দেশ। আন্তর্জাতিক বাণিজ্যের অর্ধেক চিনির যোগানদাতা ব্রাজিল।
সান্তোস বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত টার্মিনালটি ছাড়া অন্য চারটি টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সান্তোস বন্দরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছরের প্রথম আট মাসে এ বন্দর দিয়ে ১ কোটি ২৮ লাখ টন চিনি রফতানি করা হয়েছে। স্বাভাবিক চিনি রফতানির মাত্রা ধরে রাখার মতো যথেষ্ট বন্দর সুবিধা ব্রাজিলের আছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
ফোলহা দে সাও পাওলো সংবাদপত্রকে চিনির বাজার বিশ্লেষক প্লিনিও নাসতারি বলেছেন, ‘এ ঘটনায় চিনি রফতানিতে সাময়িক বিঘ্ন ঘটবে, এটি জানা থাকায় চিনির আন্তর্জাতিক বাজারে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু অন্য টার্মিনালে রক্ষিত চিনি এ ঘাটতি পুষিয়ে দিতে পারবে।’