ব্রাজিলের টানা দশ
ব্রাজিলের টানা দশ
নিজেদের মাটিতে গত বছরের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে লজ্জাজনক হারের পর টানা দশম জয় তুলে নিলো ব্রাজিল। গতকাল তারা হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে। এতে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি দারুণভাবে সেরে নিল ব্রাজিল। পোর্তো আলেগরির মাঠে ম্যাচের ৩৩ মিনিটে একমাত্র গোলটি করেন হফেনহেইমের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। অভিজ্ঞ স্ট্রাইকার রবিনহো এদিন খেলেন। এছাড়া বার্সেলোনার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাজয়ী স্ট্রাইকার নেইমার দ্বিতয়িার্ধে মাঠে নামেন। ব্রাজিল অধিনায়ক হন্ডুরাসের জালে একবার বল জড়ান। কিন্তু অফসাইডের খাঁড়ায় পড়ে সেটা বাতিল হয়ে যায়। বিশ্বকাপের পর তখনকার কোচ লুইস ফেলিপে স্কলারিকে হটিয়ে ব্রাজিলের কোচ করা হয় কার্লোস দুঙ্গাকে। তার অধিনে ব্রাজিল টানা ১০ ম্যাচ জিতলো। তবে হন্ডুরাসের মতো পুঁচকে দলকে বড় ব্যবধানে হারাতে না পারায় এদিন স্বাগতিক দর্শকরা ব্রাজিলের খেলোয়াড়দের দুয়ো দেয়। কোপা আমেরিকায় ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন পেরুর বিপক্ষে।