ব্রাজিলের গম নিতে কাউকে বাধ্য করা যাবে না

08/07/2015 5:45 pmViews: 4

০৮ জুলাই, ২০১৫

ব্রাজিল থেকে আমদানি করা গম যদি কেউ ফেরত দিতে চায় তাহলে তা সরকারকে ফেরত নিতে হবে মর্মে আদেশ দিয়ে এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করেছেন আদালত। একই সঙ্গে এ গম নিতে কাউকে বাধ্য করা যাবে না বলেও আদেশে বলা হয়েছে।

বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, খাদ্য অধিদফতরসহ বিভিন্ন সরকারি সংস্থার রিপোর্টে কোথাও বলা হয়নি এই গম খাওয়ার অনুপযোগী। এক আদেশে খাদ্য অধিদফতর প্রতিবেদন দিয়ে বলেছে, এই গম খাওয়ার উপযোগী তবে গমে পোকা বিদ্যমান রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যেহেতু গমে পোকা রয়েছে, সেহেতু এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না।

রায়ে আরো বলা হয়, আমদানি করা গমের মধ্যে যা বিতরণ হয়ে গেছে, কেউ তা ফেরত দিতে চাইলে সরকারকে তা ফেরত নিতে হবে।

এর আগে গত ৫ জুলাই রিটটির ওপর শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করা হয়। ব্রাজিলের গম নিম্নমানের দাবি করে রিটটি দায়ের করেন আইনজীবী পাভেল মিয়া।

Leave a Reply