ব্যারিস্টার পার্থ’র বিরুদ্ধে ছাত্রদলের জিডি
ভোলা প্রতিনিধি : ভোলা-১ আসনের এমপি, বিজেপি চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালিব রহমান পার্থের বিরুদ্ধে থানায় জিডি করেছেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন।
রোববার দুপুর ১টায় ভোলা সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে তিনি অভিযোগ করেন, পার্থের পক্ষে কাজ না করলে তাকে মেরে ফেলা হবে বলে মোবাইলে হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় কিছু লোক। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আগামী সংসদ নির্বাচনে তার পক্ষে সমর্থন আদায়ের জন্য প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে এমন করছেন বলে দাবি করেন ছাত্রদল নেতা।
এ ব্যাপারে আন্দালিব রহমান পার্থ বলেন, “অভিযোগকারী নিজেই স্বীকার করেছে আমার নাম ব্যবহার করে কে বা কারা তাকে ফোন করেছে। এতে তিনি ভয় পেয়ে থানায় জিডি করেছেন। কেউ তো ইচ্ছা করলে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধেও জিডি করতে পারে।”