ব্যাটসম্যানদের ব্যর্থতায় ফের হার সিলেটের
বিপিএলের নবম ম্যাচে রংপুরের দেয়া ১১০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানে হেরেছে সিলেট সুপারস্টার্স। নির্ধারিত ২০ ওভারের ৪ বল বাকি থাকতেই মাত্র ১০৩ রানে অলআউট হয়েছে সিলেট।
বৃহস্পতিবার মিরপুরে টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান।
ব্যাট করতে নেমে সিলেটের বোলার শহিদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে রংপুর।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক সাকিব। এছাড়া পেরেরা ২১ এবং সিমন্স ১৩ রান করেন। রংপুর রাইডার্সের আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি।
সিলেটের মোহাম্মদ শহিদ ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট লাভ করেছেন।
১১০ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ রানে হেরে যায় সিলেট সুপারস্টার্স। দলের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া মুশফিক অপরাজিত ২৫ এবং মুনাভিরা ১৭ রান করেন। রংপুরের পক্ষে সাকিব আল হাসান ৩টি, আবু জায়েদ ২টি উইকেট লাভ করেন।
এর আগের দুটি ম্যাচেও জয়ের কাছাকাছি গিয়ে দূর্ভাগ্যজনকভাবে ১ রানে হেরেছে সিলেট। তিন খেলার তিনটিতেই হেরেছে সিলেট।