ব্যাচেলর করণের যমজ সন্তান: বলিউডে তোলপাড়
যমজ সন্তানের বাবা বা ‘সিঙ্গেল ফাদার’ হয়েছেন বলিউড নির্মাতা-প্রযোজক করণ জোহর। দুই সন্তানের মধ্যে একজন ছেলে ও অন্যটি মেয়ে সন্তান। তবে সন্তানদের নিয়ে করণ কী বলছেন, তার অভিব্যক্তি কী? এটা জানার আগ্রহ গতকাল থেকে সবার মাঝে ঘুরপাক খাচ্ছে।
ফেসবুক এবং টুইটারে তিনি জানিয়েছেন মনের কথা। ফেসবুকে করণ লিখেছেন, আমার জীবনের সব চেয়ে অসাধারণ দুই সংযোজন, আমার জীবন, আমার দুই সন্তান রুহি আর ইয়াশের কথা আপনাদের বলতে চাই। বাবা হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।
তিনি জানিয়েছেন এই সিদ্ধান্তে তিনি অনেক ভেবেচিন্তেই পৌঁছেছেন। তার জন্য শারীরিক ও মানসিক দিক থেকে নিজেকে প্রস্তুত করেছেন একটু একটু করে।
করণের বক্তব্য, সন্তানরাই এখন তাঁর সব। কাজকর্ম-ঘোরাঘুরি-সামাজিক যোগাযোগ সব আপাতত পিছনের সারিতে। ব্যস্ততা সত্ত্বেও নিজের ছেলের জন্য সময় বার করতে অসুবিধা হয়নি বলে জানিয়েছেন তুষার কাপুরও। যমজ দুই শিশুর গর্ভদাত্রী মাকে ধন্যবাদ জানাতে ভোলেননি।
চিকিৎসক যতীন শাহকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য মুম্বাইয়ের যে হাসপাতালে সারোগেট মায়ের মাধ্যমে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম হয়েছিল, সেই মাসরানিতেই জন্মেছে রুহি আর ইয়াশ। বলিউডের অনেক সেলেব্রিটি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন করণকে।
সিঙ্গেল ফাদার তুষার কাপুরের টুইট-শুভেচ্ছা, ‘করণ তুমি ফাটাফাটি বাবা হবে।’ স্নেহভাজন বরুণ ধবন টুইটে বলেন, করণ আমার চেনা সেরা মানুষ তুমি। আর আমি জানি, সেরা বাবাও হবে তুমি। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, অর্জুন রামপাল, সুশান্ত সিং রাজপুত, সোনালি বেন্দ্রে, রীতেশ দেশমুখ-সহ অনেকে।
ইয়াশ নাম রাখা হয়েছে করণের প্রয়াত বাবার নাম থেকে এবং রুহির নাম রাখা হয়েছে মায়ের ‘হিরু’ নামের অংশ থেকে নিয়ে।
উল্লেখ্য, করণ জোহর এর আগেও বহু সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বাবা হতে চান। কিছুদিন আগে নিজের অটোবায়োগ্রাফিতে ‘দ্য আনসুইটেবল বয়’-তেও তিনি লিখেছিলেন যে তিনি সন্তান দত্তক নিতে চান বা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান।