ব্যাংক বন্ধ ৪ জুলাই
রোজার ঈদকে সামনে রেখে শবে কদরের পরদিন ৪ জুলাই (সোমবার) সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তবে ২ ও ৩ জুলাই তৈরি পোশাক শিল্পাঞ্চল এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে সব ব্যাংকের প্রধানকে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ৬ জুলাই বুধবার ঈদ ধরে এবার ৫, ৬ ও ৭ জুলাই রোজার ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই রবিবার শবে কদরের ছুটি। তার আগে দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত ছুটি শুরু হচ্ছে ১ তারিখ থেকেই।
আবার ঈদের ছুটি শেষে ৮ ও ৯ জুলাই শুক্র ও শনিবার। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটি কাটানোর পথে বাধা ছিল কেবল ৪ জুলাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাইও ছুটি ঘোষণা করলে সে বাধাও কেটে যায়। এর পরিবর্তে সরকারি চাকরিজীবীদের ১৬ জুলাই শনিবার অফিস করতে বলা হয়।