ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা বাবার!
ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা বাবার!
রাজধানীতে একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বায়েজীদ (৪৪), তার স্ত্রী কোহিনুর বেগম অঞ্জনা (৪১) ও একমাত্র ছেলে এসএম ফারহান (১৭)। ফারহান ঢাকা কমার্স কলেজের ছাত্র।
এলাকাবাসী বলছেন, বায়েজিদের গার্মেন্টস ব্যবসা রয়েছে। তিনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। সম্প্রতি ঋণখেলাপের কারণে তার বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে ব্যাংক। তা জেনে প্রথমে ছেলে, এরপর স্ত্রীকে বিষ খাইয়ে গলায় ফাঁস দিয়ে নিজেই আত্মহত্যা করেন বায়েজিদ।
কাফরুল থানা সূত্রে জানা যায়, বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে বায়েজিদের লাশ ঝুলছিল। বিছানায় মা ও ছেলের লাশ পড়ে ছিল। মা ও ছেলের মুখে সাদা ফেনা বের হওয়া ছিল।
ঘটনার ব্যাপারে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, ওই এলাকার ৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।