ব্যাংকের লুন্ঠিত টাকা উদ্ধার নিয়ে অর্থমন্ত্রীর ব্যাখ্যা দাবি
ব্যাংকের লুন্ঠিত টাকা উদ্ধার নিয়ে অর্থমন্ত্রীর ব্যাখ্যা দাবি
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেছেন, প্রস্তাবিত এই বাজেটের মধ্যেই অন্তর্নিহিত আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃপ্ত শপথ, মানবকল্যাণ ও উন্নয়নের সোপান। তবে আর্থিক খাতের বিশৃঙ্খলা রোধ এবং সুষম বৈষম্য সৃষ্টি না করা গেলে কাঙ্খিত অর্জন হবে না। হলমার্ক, বেসিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে লুন্ঠিত জনগণের টাকা কিভাবে উদ্ধার হবে সে সম্পর্কে অর্থমন্ত্রীর বিস্তারিত ব্যাখ্যা দাবি করেন আলোচকরা। বুধবার সকালে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সূত্রপাত করেন সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ। আলোচনায় অংশ নেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, পঞ্চানন বিশ্বাস, ই¯্রাফিল আলম ও স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।