ব্যাংকক হামলায় জড়িত সন্দেহে মালয়েশিয়ায় আটক ৩
ব্যাংকক হামলায় জড়িত সন্দেহে মালয়েশিয়ায় আটক ৩
ব্যাংককে বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে মালয়েশিয়ায়। এর মধ্যে দু’ জন মালয়েশিয়ার নাগরিক। একজন পাকিস্তানি। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় নি। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি বলেছে, মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক খালিদ আবু বকর সাংবাদিকদের বলেছেন, কয়েক দিন আগেই ওই তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে তথ্য দিয়েছে থাই কর্তৃপক্ষ। তবে তিনি মালয়েশিয়ার আটক দুই নাগরিকের মধ্যে একজন নারী বলে জানিয়েছেন। গত ১৭ই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইরাওয়ান মন্দিরে বোমা হামলা হয়। এতে কমপক্ষে ২০ জন নিহত হন। এর মধ্যে মালয়েশিয়ার একই পরিবারের ৫ জন রয়েছেন। ওই ঘটনায় আহত হন কমপক্ষে ১২০ জন। হতাহতদের বেশির ভাগই বিদেশী। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হতে পারে সেটা যে কোন রকম অভিযোগই হোক না কেন। আটক ব্যক্তিদের বিষয়ে থাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মালয়েশিয়া পুলিশ তদন্ত চালাবে।