ব্যর্থতার বৃত্তে আটকে আছে সাকিব-লিস্টারশায়ার
যর্থতার বৃত্তেই আটকে আছে সাকিব আল হাসান এবং লিস্টারশায়ার। কোন বিভাগেই নিজেকে ঠিক-ঠাক মতো মেলে ধরতে পারেনি বাংলাদেশের সেরা ক্রিকেটার। অন্যদিকে লিস্টারশায়ারও অষ্টম ম্যাচে পঞ্চম হারের যন্ত্রণায় বিদ্ধ।
ডারহ্যামের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায় ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে লিস্টারশায়ারের। বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠ রিভারসাইডে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৯ রান করে লিস্টারশায়ার। সর্বোচ্চ ৪২ রান শিব ঠাকুরের। ২৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে সাকিবের ব্যাট থেকে।
জবাবে রব টেইলের মারাত্মক বোলিংয়ের পরও ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ডারহ্যাম। গ্যারেথ ব্রিসের অপরাজিত ২৪ রানের সঙ্গে বেন স্টোকসের অপরাজিত ৪১ রান কল্যানে স্বাগতিকদের জয় নিশ্চিত করে দেয়।
৪ ওভার বল করে ৩৭ রানে সাকিব ছিলেন উইকেট শূর্ন্য। তার করা তৃতীয় ওভারে দুটি ছক্কাসহ ১৬ রান নিয়েই ঘুরে দাঁড়ায় ডারহ্যাম।