বরিশালের হিজলা উপজেলায় ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুরের মামলায় হিজলা-গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলাউদ্দিন বেপারীকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার সকাল ১০টার দিকে বরিশাল নগরী থেকে তাকে আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, আটক আলাউদ্দিন বেপারীকে বেলা ৩টার দিকে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, গত ৬ জুন উপজেলার কাকুরিয়া বাজারের ব্যবসায়ী মোসলেম মাঝিকে মারধর ও দোকান ভাঙচুর করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আলাউদ্দিন বেপারী।

ওসি বলেন, আটক আলাউদ্দিন বেপারীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। আলাউদ্দিন বেপারীর বিরুদ্ধে মাছঘাট ভাঙচুর ও প্রশাসনের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।