বোরহান উদ্দিনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ: পুলিশসহ আহত ১৫
ভোলা সংবাদদাতা: নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের ২য় দিনে বোরহান উদ্দিনে পুলিশের সাথে হরতাল সমর্থন কারী বিএনপি কর্মীদের দফায় দফায় ধাওয়া- পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশসহ ১৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ ৭ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার সময় বোরহান উদ্দিন পশ্চিম বাজারের বিএনপি কর্মীরা সড়ক অবরোধ করে পিকেটিং কালে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশরা হলেন, এ এস আই আলোক, আলমগীর, এমদাদ ও মনির।
বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন , পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শহরের গুরুত্ব পূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ দিকে ভোলার ঘুইংঘার হাট,বোরহানউদ্দিন, মানিকার হাট, সড়কে গাছে গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এসময় তারা ১টি মাইক্রোবাস,১ টি পিকআপভেন ও ৪ টি অটো রিক্্রা ভাংচুর করে।